Babita Sarkar : চাকরির 'বৈধতা' নিয়ে প্রশ্ন, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ববিতা সরকার

Updated : Jan 09, 2023 13:03
|
Editorji News Desk

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ববিতা সরকার । দীর্ঘ লড়াইয়ের পর হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশেই মন্ত্রী পরেশ কন্যা অঙ্কিতার চাকরি পেয়েছিলেন ববিতা (Babita Sarkar) । কিন্তু, সম্প্রতি, তাঁর চাকরির 'বৈধতা' নিয়ে প্রশ্ন ওঠে । এবার সেই বিষয়টি আদালতের নজরে আনতে সোমবার হাইকোর্টে গেলেন ববিতা ।

আদালত সূত্রে খবর, ববিতার আবেদন গ্রহণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । জানা গিয়েছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ববিতার আবেদনের ভিত্তিতে এই মামলায় এসএসসি-কে যুক্ত করতে হবে । আগামী বুধবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে । সম্প্রতি, শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায় দাবি করেন, ববিতা সরকারের চাকরি তাঁর প্রাপ্য । তাঁর অভিযোগ, ,অ্যাকাডেমিক স্কোরে ভুল তথ্যের জন্যই ববিতা সরকার চাকরি পেয়েছেন । বিষয়টি নিয়ে নিজেই উচ্চ আদালতে যাবেন বলেছিলেন ববিতা । সেইমতোই এদিন তিনি আদালতের দ্বারস্থ হলেন ।

আরও পড়ুন, Didir Rakshakabach: পঞ্চায়েতের আগে নয়া কর্মসূচি 'দিদির রক্ষাকবচ', ১১ জানুয়ারি থেকে পথে নামছে তৃণমূল
 

জানা গিয়েছে, ববিতার অ্যাকাডেমিক স্কোরে কোনও সমস্যা রয়েছে । আবেদনপত্রে লেখা ছিল, তিনি স্নাতক স্তরে ৮০০ এর মধ্যে ৪৪০ পেয়েছেন । অর্থাৎ হিসেব মতো তা প্রায় ৫৫ শতাংশ । এদিকে,সেখানে লেখা তাঁর প্রাপ্ত নম্বর ৬০ শতাংশের বেশি । সেই হিসেবেই তাঁকে অ্যাকাডেমিক স্কোর দেওয়া হয় । যদি ৬০ শতাংশের কম নম্বর ধরা হয়, তাহলে অ্যাকাডেমিক স্কোর ২ কমে যাবে ববিতার । তেমন হলে স্বাভাবিকভাবেই, ববিতা মেধাতালিকায় অনেকটা পিছিয়ে যাবেন । সম্প্রতি, ববিতার সেই আবেদনপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । কমিশন সূত্রে বলছে, সব চাকরিপ্রার্থীরই আবেদনের ‘স্ক্রুটিনি’ হয়ে থাকে। যেহেতু ববিতার চাকরি কোর্টের নির্দেশে হয়েছে, তাই আলাদা করে পরে আর তাঁর আবেদনপত্র খতিয়ে দেখা হয়নি ।

ssc scamBabita SarkarSSCCalcutta High Court

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?