বাবুল-দিলীপ টুইটযুদ্ধে রীতিমতো সরগরম রাজ্যের রাজনৈতিক মহল। বৃহস্পতিবার বিজেপি(BJP) নেতা দিলীপ ঘোষ(Dilip Ghosh) বিরোধী নেতাদের মুখ্যমন্ত্রীর ফিশফ্রাই খাওয়ানোর প্রসঙ্গ টেনে বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) আক্রমণ শানান। তারই প্রেক্ষিতে এবার দিলীপ ঘোষকে(iDilip Ghosh) 'মজাদার জোকার' বলে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)।
দিলীপ ঘোষের 'পিকনিক' মন্তব্যের জবাব দিতে গিয়ে তাকে আক্রমণ করেন অধুনা তৃণমূল(TMC) নেতা বাবুল সুপ্রিয়। জানান, কেন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) কাছে গিয়েছিলেন তিনি। এর পাশাপাশি বাবুল সুপ্রিয় টুইটে লেখেন, 'আবার দিলীপের বাজে বকার(ভার্বাল ডায়েরিয়া) একটা নমুনা পাওয়া গিয়েছে।'
বিজেপির(BJP) সাম্প্রতিক 'পিকনিক রাজনীতি' নিয়ে মন্তব্য করেছিলেন বিজেপির(BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি বলেন, "শান্তনু পিকনিক করছে তো কী হয়েছে? আমিও কাল পিকনিক করেছি। সবাই পিকনিক করছে। পিকনিকে সবাই একত্রিত হয়। পিকনিক ডিপ্লোম্যাসি।"এরপরই বাবুল সুপ্রিয়কে(Babul Supriyo) বিঁধে তিনি বলেন, "ফিশফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেন দিদি। বাবুল ফেঁসে গিয়েছিল।"
শুক্রবার পরপর তিনটি টুইটে বাবুল সেই প্রসঙ্গ টেনে এনে পাল্টা আক্রমণ করেন দিলীপ ঘোষকে(Dilip Ghosh)। উঠে আসে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের(East-West Metro Project) কথাও। সেখানেই দিলীপকে 'জোকার' উল্লেখ করে তিনি জানান, দিলীপ ঘোষ তাঁকে বিজেপিতে(BJPn West Bengal) কোণঠাসা করার জন্য বহু অপচেষ্টা করেছেন।