রামপুরহাটের বগটুই কাণ্ডের জাল ধীরে ধীরে গোটাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, গত ২১ মার্চ রাতে বগটুই গ্রামে অগ্নিদগ্ধ হয়ে ন’জনের মৃত্যুর ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত ওই অভিযুক্তের নাম সমীর শেখ বলেই জানিয়েছে সিবিআই। এদিনই সমীরকে রামপুরহাটে নিজেদের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠিয়েছিল সিবিআই। এরপরেই শুরু হয় দফায় দফায় জেরা। সিবিআই সূত্রে দাবি, জেরায় সমীরের কথায় বিস্তর অসঙ্গতি ধরা পরে। তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়। দুপুরে শারীরিক পরীক্ষার জন্য ধৃতকে রামপুরহাট হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। সিবিআই সূত্রে খবর, ধৃত ব্যক্তি নিহত ভাদু শেখের ঘনিষ্ঠ। ২১ মার্চ রাতের ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তিনি জড়িত বলেই মনে করছেন তদন্তকারীরা।
প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধৃত ব্যক্তি। সিবিআই সূত্রের খবর, জেরার সময় ওই ব্যক্তি তথ্যগোপন করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। তাই, তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শনিবারই পুলিশি হেফাজতের পর এবার সিবিআই হেফাজত (CBI Custody)। ভাদু শেখ খুনে (Bhadu Seikh Murder) অভিযুক্তদের চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেরা শেখ, নুর ইসলাম, রাজা শেখ, সফিকুল শেখ এবং ভাসান শেখকে আগেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ১৪ দিনের পুলিশি হেফাজতে ছিলেন তাঁরা। শনিবারই সেই পুলিশ হেফাজত সম্পূর্ণ হয়েছে। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।