প্রথমে ক্লোজ, এবার সাসপেন্ড করা হল বাগুইআটি (Baguiati Students Murder) থানার আইসি কল্লোল ঘোষকে (Kallol Ghosh Suspend) । বাগুইআটির দুই ছাত্রের নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । প্রাথমিক তদন্তের পর তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জোড়া খুনের ঘটনায় প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে । পরিবারের তরফে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে । দুই ছাত্রের নিখোঁজের বিষয়টি জানানোর পরেও কেন পদক্ষেপ করা হল না পুলিশের তরফে,সেই প্রশ্ন উঠেছে । তাছাড়া,মুক্তিপণ চেয়ে এসএমএসের কথা জানিয়ে এফআইআর দায়ের হওয়ার পরেও তদন্তে কেন গড়িমসি করা হয়েছে, এই প্রশ্নও তুলেছে নিহতদের পরিবার । এই অভিযোগ ওঠার পরেই বুধবার সকালেই আইসিকে ক্লোজ করা হয় । তদন্তভার দেওয়া হয় সিআইডিকে । এবার এই ঘটনায় সাসপেন্ড করা হল কল্লোল ঘোষকে ।
বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন । কেন এত অবহেলা করা হল, প্রশ্ন তোলেন তিনি । এরপরই ওসিকে সাসপেন্ড করতে আর দেরি করেননি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
গত ২২ অগাস্ট নিখোঁজ হওয়া দুই পড়ুয়াকে বাসন্তী হাইওয়েতে খুন করা হয়। দু’সপ্তাহ ধরে বসিরহাট থানার মর্গে পড়েছিল দেহ। অথচ জানতই না পুলিশ। এদিকে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে মেসেজ করা হচ্ছিল পরিবারের সদস্যদের। পরে মঙ্গলবার উদ্ধার হয় দেহ। সেই সময় জানা যায়, ১৪ দিন ধরে বসিরহাটের মর্গে দেহ পড়ে থাকলেও তা জানতে পারেনি পুলিশ।