বাগুইআটি (Baguiati Students Murder) দুই কিশোরের খুনের ঘটনায় ক্লোজ করা হল বাগুইআটি থানার আইসি কল্লোল ঘোষকে (Kallol Ghosh Closed) । ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি (CID) । খুনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি, রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় । উল্লেখ্য, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল । পুলিশের যে গাফিলতি ছিল,তা মেনে নিয়েছে রাজ্য সরকার ।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে থানায় নিখোঁজের ডায়রি করা হয়েছিল, সেখানকার পুলিশদের আরও সক্রিয় হওয়া উচিৎ ছিল । তাই বাগুইআটির আইসিকে ক্লোজ করা হল, তদন্তভার দেওয়া হল সিআইডিকে । খুনের ঘটনায় দুঃখপ্রকাশ করে ফিরহাদ বলেন, সিআইডি তদন্ত করছে । মমতা বন্দ্যোপাধ্যায়ও ডিজিকে যা বলার বলেছেন । যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।
বাগুইআটিতে জোড়া খুনের ঘটনার রিপোর্ট চেয়েছেন ডিজি মনোজ মালব্য । মঙ্গলবারের পর বুধবারও থমথমে জগৎপুর এলাকা। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়। এখন পর্যন্ত এই ঘটনায় বেশ কিছু সূত্র উঠে এসেছে। এই ঘটনায় এখনও ফেরার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। তবে যাই হোক কেন, এই ঘটনায় বাগুইআটি থানা দায় এড়াতে পাচ্ছে না । জানা গিয়েছে, ছেলেদের নিখোঁজ হওয়ার পর স্থানীয় বাগুইআটি থানায় মিসিং ডায়েরি করেছিল ওই কিশোরের পরিবার। কিন্তু, অভিযোগে কোনও গা করেনি স্থানীয় থানা। এমনকী, ছেলেদের খোঁজে ভবানীভবন পর্যন্ত গিয়েছিলেন পরিবারের লোকেরা ।