মদন মিত্রকে তাঁর ফোন নম্বর দিতে বারণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । ষষ্ঠীর (Maha Sasthi) সন্ধ্যায় এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) । এক সংবাদমাধ্যমকে বৈশাখী জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে এক সভায় মদন মিত্র ও তাঁকে একসঙ্গে কথা বলতে দেখেছিলেন পার্থ । তারপরেই নাকি বৈশাখীকে এসএমএস করে মদনকে নিয়ে সাবধান করে দেন । তৃণমূল নেতাকে বৈশাখী যেন ফোন নম্বর না দেয়, সেই বিষয়ে সতর্ক করে দেন (Baisakhi Banerjee reveals about Partha Chatterjee) ।
সম্প্রতি, এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসেছিলেন, শোভন-বৈশাখী ও মদন মিত্র । সেখানেই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে উঠে আসে সেদিনের কথা । যেদিন, সরকারি ভবন ‘উত্তীর্ণ’-র একটি সভাগৃহে অনুষ্ঠান চলছে । উপস্থিত ছিলেন শোভন, মদন, পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অন্যান্য নেতারা । সেইসময় বৈশাখী পার্থর দফতরে কাজ করতেন । বৈশাখীকে তখন হাতে-গোনা কয়েকজন চিনতেন । সেদিন সভায় একজায়গায় দাঁড়িয়ে ছিলেন বৈশাখী । অনেকেই তাঁকে বসার জন্য অনুরোধ করছিলেন । সেই অনুরোধ নিয়ে এগিয়ে এসেছিলেন মদন মিত্রও । মদনের সঙ্গে সামান্য কিছু কথাবার্তাও বলেন বৈশাখী । কিন্তু, সেইসময় বৈশাখীর ফোনে মেসেজ আসে । পার্থ চট্টোপাধ্যায়ের মেসেজ । বৈশাখীর কথায়,'হঠাৎ দেখি আমার ফোনে একটা মেসেজ । দেখি লিখেছে, ''মদনকে কিন্তু নিজের ফোন নম্বর দেবে না । আমি ভাবছি, কতটা তীক্ষ্ণ নজর হলে মঞ্চ থেকে কেউ এটা ঠিক করার চেষ্টা করতে পারেন । এটা যদি শোভন বলত, মানা যেত। কিন্তু আমার মন্ত্রী মঞ্চ থেকে নজর রাখছেন, মদন মিত্রকে যেন আমি ফোন নম্বর না দিই।'' একেবারে প্রথমেই অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেননি বৈশাখী । পরে, পার্থর কথা বলে ফেলেন তিনি ।
আরও পড়ুন, Biswa Bangla Sharad Samman 2022: শারদ সম্মানের তালিকায় নেই নাকতলা উদয়ন, একে চেতলা, দুইয়ে সুরুচি সঙ্ঘ
এসব শুনে পার্থকে নিয়ে কী মন্তব্য করলেন মদন মিত্র ? তিনি বলেন, বাঙালিরা অন্যের ব্যাপারে বড্ড মাথা ঘামায় । তাঁর আজ পার্থদার জন্য খারাপ লাগছে । কিন্তু ও যদি অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের বিষয়ে মাথা ঘামাত তবে হয়তো ওঁকে এই ভাবে পস্তাতে হত না।
তবে মদন প্রসঙ্গে বৈশাখীর কথায় প্রশংসার সুর । তিনি বলেন, ‘‘বাকিরা সবাই আড়ালে বলে, বৈশাখী খুব ভাল। কিন্তু আর কেউ মুখের উপরে বলবে না, ‘ও লাভলি!’ এটা মদনদাই পারে। এটা আজ বলে নয়। চিরকালই।"