Baisakhi Banerjee: মদনকে ফোন নম্বর দিতে বারণ করেছিলেন পার্থ, বিস্ফোরক শোভন বান্ধবী বৈশাখী

Updated : Oct 09, 2022 06:52
|
Editorji News Desk

মদন মিত্রকে তাঁর ফোন নম্বর দিতে বারণ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । ষষ্ঠীর (Maha Sasthi) সন্ধ্যায় এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন শোভন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) । এক সংবাদমাধ্যমকে বৈশাখী জানিয়েছেন, বেশ কয়েকবছর আগে এক সভায় মদন মিত্র ও তাঁকে একসঙ্গে কথা বলতে দেখেছিলেন পার্থ । তারপরেই নাকি বৈশাখীকে এসএমএস করে মদনকে নিয়ে সাবধান করে দেন । তৃণমূল নেতাকে বৈশাখী যেন ফোন নম্বর না দেয়, সেই বিষয়ে সতর্ক করে দেন (Baisakhi Banerjee reveals about Partha Chatterjee) । 

সম্প্রতি, এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসেছিলেন, শোভন-বৈশাখী ও মদন মিত্র । সেখানেই পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে উঠে আসে সেদিনের কথা । যেদিন, সরকারি ভবন ‘উত্তীর্ণ’-র একটি সভাগৃহে অনুষ্ঠান চলছে । উপস্থিত ছিলেন শোভন, মদন, পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অন্যান্য নেতারা । সেইসময় বৈশাখী পার্থর দফতরে কাজ করতেন । বৈশাখীকে তখন হাতে-গোনা কয়েকজন চিনতেন । সেদিন সভায় একজায়গায় দাঁড়িয়ে ছিলেন বৈশাখী । অনেকেই তাঁকে বসার জন্য অনুরোধ করছিলেন । সেই অনুরোধ নিয়ে এগিয়ে এসেছিলেন মদন মিত্রও । মদনের সঙ্গে সামান্য কিছু কথাবার্তাও বলেন বৈশাখী । কিন্তু, সেইসময় বৈশাখীর ফোনে মেসেজ আসে । পার্থ চট্টোপাধ্যায়ের মেসেজ । বৈশাখীর কথায়,'হঠাৎ দেখি আমার ফোনে একটা মেসেজ । দেখি লিখেছে, ''মদনকে কিন্তু নিজের ফোন নম্বর দেবে না । আমি ভাবছি, কতটা তীক্ষ্ণ নজর হলে মঞ্চ থেকে কেউ এটা ঠিক করার চেষ্টা করতে পারেন । এটা যদি শোভন বলত, মানা যেত। কিন্তু আমার মন্ত্রী মঞ্চ থেকে নজর রাখছেন, মদন মিত্রকে যেন আমি ফোন নম্বর না দিই।'' একেবারে প্রথমেই অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের নাম নেননি বৈশাখী । পরে, পার্থর কথা বলে ফেলেন তিনি ।

আরও পড়ুন, Biswa Bangla Sharad Samman 2022: শারদ সম্মানের তালিকায় নেই নাকতলা উদয়ন, একে চেতলা, দুইয়ে সুরুচি সঙ্ঘ
   

এসব শুনে পার্থকে নিয়ে কী মন্তব্য করলেন মদন মিত্র ? তিনি বলেন, বাঙালিরা অন্যের ব্যাপারে বড্ড মাথা ঘামায় । তাঁর আজ পার্থদার জন্য খারাপ লাগছে । কিন্তু ও যদি অন্যের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের বিষয়ে মাথা ঘামাত তবে হয়তো ওঁকে এই ভাবে পস্তাতে হত না।

তবে মদন প্রসঙ্গে বৈশাখীর কথায় প্রশংসার সুর । তিনি বলেন, ‘‘বাকিরা সবাই আড়ালে বলে, বৈশাখী খুব ভাল। কিন্তু আর কেউ মুখের উপরে বলবে না, ‘ও লাভলি!’ এটা মদনদাই পারে। এটা আজ বলে নয়। চিরকালই।"

baisakhi banerjeePartha Chatterjeemadan mitraSovan Chatterjee

Recommended For You

editorji | লোকাল

Royal Bengal Tiger : পাতা ফাঁদে পা না দিয়ে জেলা বদল, ঝাড়গ্রাম থেকে কোথায় গেল বাঘিনী ?

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?