বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) পাথর ছোড়ার ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চরমে। এরই মধ্যে তিন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। কিসানগঞ্জের পুলিশ ও আরপিএফ যৌথ অভিযান (Joint Operation) চালিয়ে তাদের গ্রেফতার করে। জুভেনাইল আদালতে তোলা হয় তিন অভিযুক্তকে। পুলিশি জেরায় ধৃতেরা জানিয়েছে, মজা করার জন্যই পাথর ছুঁড়েছিল তারা।
বৃহস্পতিবারই পূর্ব রেল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এনেছে। রেলের কাটিহার শাখার পক্ষ থেকে জানানো হয়, প্রথমে ৪ জনকে আটক করা হয়েছিল। পরে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন পালিয়েছে। ধৃতের সবাই কিসানগঞ্জের পোঠিয়া থানার নিমলা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, প্রত্যেকের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: 'অপেশাদারের মতো আচরণ', বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব কাণ্ডে তিরস্কার ডিজিসিএ-র
কিসানগঞ্জ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে নিমলা গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। তখনই পাথর ছোড়া হয়। পাথরে সি৬ কামরা ক্ষতিগ্রস্ত হয়।