শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শনিবার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে উঠতেই প্রত্যাশামতো পার্থকে নিজেদের হেফাজতে চায় ইডি। ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে মাত্র দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
শনিবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক জানিয়েছেন, এই মামলা শোনার এক্তিয়ার তাঁর নেই। তাই সোমবার এমপি-এমএলএ আদালত না খোলা পর্যন্ত পার্থকে ইডির হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সোমবার এমপি-এমএলএ আদালত খুললে ফের সেখানে আবেদন জানাতে হবে ইডি-কে।
পার্থের আইনজীবী জানিয়েছেন, রাজ্য বিধানসভার সদস্য পার্থ। তাই বিধি মেনে তাঁর বিরুদ্ধে এই মামলার শুনানি হওয়া উচিত এমপি-এমএলএ আদালতে। কিন্তু শনিবার এমপি-এমএলএ আদালত বন্ধ ছিল। সেই আদালত খুলবে সোমবার। তাই মাঝের দু‘টি দিনের জন্যই শুধু ব্যাঙ্কশাল আদালত পার্থর ইডি হেফাজত মঞ্জুর করেছে। সোমবার এমপি-এমএলএ আদালত খুললে সেখানে ফের এই মামলাটি উঠবে। সে দিন ওই বিশেষ আদালতে পার্থকে হাজির করানোর নির্দেশ দিয়েছেন বিচারক।