প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে ছাত্র মৃত্যুকে ঘিরে উত্তেজনা বরানগরে (Baranagar)। হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ। থমকে যায় পরিষেবা। ঘটনাস্থলে পুলিশ আসলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় ছাত্ররা।
জানা গিয়েছে, বনহুগলীতে (Bonhoogly) প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলে থাকতেন দ্বিতীয় বর্ষের ছাত্র প্রিয়রঞ্জন সিং। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় হোস্টেল থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে (Sagar Dutta Hospital) নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এরপরেই প্রতিবন্ধী হাসপাতালের (Institute of disabilities) পরিষেবা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পড়ুয়ারা।
ছাত্রদের অভিযোগ, হাসপাতালে এমার্জেন্সি ব্যবস্থা নেই। ন্যূনতম কোনও পরিষেবাও মেলে না। এমনকি নেই অ্যাম্বুল্যান্স পরিষেবাও। যে কারণে প্রিয়রঞ্জনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। আর পথেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই মঙ্গলবার সকাল থেকে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বরানগর। গেট বন্ধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা।
আরও পড়ুন- সমান মান্যতা পাবে আয়ুর্বেদিক চিকিৎসকদের ডেথ সার্টিফিকেট, গেজেট নোটিফিকেশন জারি রাজ্যের
মৃত ছাত্রের এক বন্ধু জানিয়েছেন, বিহারের গয়ার বাসিন্দা প্রিয়রঞ্জন। বরানগর প্রতিবন্ধী হাসপাতালে ডাক্তারি ছাত্র ছিলেন। সোমবার রাতে তাঁকে দীর্ঘক্ষণ ফোনে পাওয়া যায় না। তাঁর ঘরে এসে দরজা ধাক্কা দিলে দেখা যায় দরজা বন্ধ। জানলা দিয়ে মোবাইলের আলো জ্বেলে দেখা যায় কিছু একটা ঝুলছে।
এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় প্রিয়রঞ্জনকে। তখনও প্রাণ ছিল তাঁর শরীরে কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের ডিরেক্টর পি পি মোহান্তি।