বারুইপুরে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগে গ্রেফতার আশ্রমের প্রধান বেলা মাতাজি। বৃহস্পতিবার রাতেই বেলা মাতাজিকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। উত্তেজিত জনতা আশ্রম ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ধৃত মাতাজির পাল্টা অভিযোগ, ওই ছাত্রকে তারই মামা মেরেছে।
জানা গিয়েছে, রাতে ছাত্রের দেহ ময়নাতদন্তের পর ওই এলাকায় নিয়ে আসা হয়। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এসডিপিও অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হাজির হয় ওই এলাকায়। মাতাজি ছাড়াও আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার আশ্রমের মধ্যে থেকেই পবিত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর সন্দেহ, সপ্তম শ্রেণির ওই ছাত্রকে পিটিয়ে খুন করা হয়েছে। এরপরই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা।