বসিরহাটে ভয়াবহ দুর্ঘটনা। ইটভাটার চিমনি ভেঙে মৃত ৩। ঘটনায় গুরুতর আহত কমপক্ষে ৩৫ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন আহতকে কলকাতার আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
জানা গিয়েছে, বুধবার সন্ধেয় বসিরহাট থানার ধলতিথা গ্রামের এক ইটভাটায় ফায়ারিংয়ের কাজ চলছিল। সেই সময় আচমকাই আগুন লেগে যায় চিমনিতে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে চিমনি। চিমনির তলায় পড়ে মৃত্যু হয় দুই শ্রমিকের।
আরও পড়ুন - বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে দুর্ঘটনা, মৃত তিন, রাতেও চলছে মেরামতির কাজ
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং ইটভাটার বাকি কর্মীরাই উদ্ধারকাজ শুরু করেন। ২০ জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আরও এক শ্রমিকের মৃত্যু হয়। খবর দেওয়া হয় বসিরহাট থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অনেক রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।