আজ থেকে শুরু হচ্ছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন মুকেশ আম্বানি। যদিও সরকারি ভাবে এবিষয়ে নিশ্চিত করে এখনও কিছু জানানো হয়নি। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা RPSG গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, অম্বুজা নেওটিয়া গ্রুপের প্রধান হর্ষবর্ধন নেওটিয়া সহ একাধিক শিল্পপতি।
চলতি বছরেই স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দুই দেশের একাধিক শিল্পপতিও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উপস্থিত থাকতে পারেন।
গতবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে ৩.৪২ লাখ কোটি টাকার শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব এসেছিল। সূত্রের খবর, এবার সাড়ে ৩ লাখ কোটির বিনিয়োগের আশা করা যাচ্ছে। এর ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।