রবিবার পুরভোটে (West Bengal Municipal election) রাজ্য জুড়ে একের পর এক হিংসার খবরে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) তলব করলেন রাজ্য নির্বাচন কমিশনারকে (State Eelection Commissioner)।
সোমবার সকাল ১০টায় রাজ্য নির্বাচন কমিশনার (State Eelection Commissioner) সৌরভ দাসকে রাজভবনে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি (Jagdeep Dhankhar)।
আরও পড়ুন: দ্বিতীয়বার ময়নাতদন্ত আনিস খানের, সোমবার কবর থেকে তোলা হবে দেহ, পরিবারকে নোটিস SIT-এর
রাজভবন থেকে জারি করা হয়েছে একটি প্রেস বিজ্ঞপ্তি (Press release from Raj Bhavan)। সেখানে রাজ্যপালের (Jagdeep Dhankhar) সরকারি টুইটার (Twitter) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। তাতে বলা হয়েছে, পুরভোটে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতা সংক্রান্ত যা অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) ডেকে পাঠানো হয়েছে। ভোটগ্রহণে অশান্তির ঘটনার উল্লেখ করে বিষয়টিকে ‘গণতন্ত্রের ব্যর্থতা’ বলেও ব্যাখ্যা করা হয়।