আচার্য (chancellor) পদ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়কে (JAGDEEP DHANKHAR) সরিয়ে ওই পদে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE) চায় রাজ্য। শুক্রবার এই ইঙ্গিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। এদিন তিনি বলেন, এই ব্যাপারে সাংবিধানিক বিষয়টি খতিয়ে দেখা হবে।
রাজ্যের শিক্ষা নিয়ে রাজ্যপালের দুটি টুইটে নতুন করে সংঘাত শুরু হল। রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ, মমতা সরকারের আমলে শিক্ষাব্যবস্থায় চিত্রটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। রাজ্যে শিক্ষাব্যবস্থায় সংগঠন বিস্তারের চেষ্টা চলছে। তাঁর আরও অভিযোগ, আইনের নয়, শাসকের আইনের প্রতিফলন দেখা যাচ্ছে শিক্ষাব্যবস্থায়। ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিন তারই জবাব দিলেন শিক্ষামন্ত্রী। কেরলের রাজ্যপালের উদাহরণ টেনে তিনি বলেন, আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো যায় কিনা, সেই সাংবিধানিক দিক খতিয়ে দেখবে রাজ্য।