রাজ্যে পুরসভার নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই হয়েছে দাবি করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়।
বিরোধীদের মতে, রবিবারের পুরনির্বাচনে দিনভর শাসকদলের সন্ত্রাসের সাক্ষী থেকেছে বাংলা। বুথ দখল, ছাপ্পা ভোট, ইভিএম ভাঙচুর থেকে শুরু করে বোমাবাজি-র অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। যদিও ডিজি-র দাবি, ছোটখাটো ঘটনা ছাড়া নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ।
নির্বাচনে শাসকদলের সন্ত্রাসের অভিযোগে ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। তবে ডিজি মনোজ মালব্য স্পষ্ট জানিয়েছেন , জোর বন্ধ করানোর চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ।’’