গ্রুপ-ডি (Group D) মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। আগেই ৫৭৩ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার বেনজির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এতদিন যে বেতন পেয়েছেন, তাও আদালতের নির্দেশানুসারে ফিরিয়ে দিতে হবে ওই ৫৭৩ জনকে। এই দুর্নীতির তদন্তে বিশেষ কমিটি গঠন করেছিল আদালত। কী ভাবে এই দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে কি না, কারা এর সঙ্গে যুক্ত, আগামী ১৪ ফেব্রুয়ারি সেই সম্পর্কিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ছিল এই মামলার শুনানি। এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ এই নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় স্কুল সার্ভিস কমিশন। সেখানে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেলেও কমিটি গঠন করে তদন্তের কথা বলে আদালত।