টিচার-ইনচার্জের বিরুদ্ধে স্কুলে মিড-ডে মিলের খাবার চুরি করার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ ওই স্কুলেরই অন্য এক শিক্ষিকা। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের একটি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন ওই স্কুলেরই এক শিক্ষিকা। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে । উচ্চ আদালতের নির্দেশ, এই ঘটনার তদন্ত করে মুখবন্ধ খামে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে রিপোর্ট দিতে হবে।
ডায়মন্ড হারবারের একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়েরই এক শিক্ষিকা স্কুলে মিড-ডে মিলের খাবার চুরির অভিযোগ তোলেন টিচার-ইনচার্জের বিরুদ্ধে। একইসঙ্গে ওই শিক্ষিকার অভিযোগ, ছাত্রছাত্রীদের হাজিরার খাতায় বেশি করে দেখানো হয়েছে। কিন্তু আসলে তারা ছিলই না স্কুলে।
Dengue Vaccine: আতঙ্কের মাঝেই সুখবর! বাজারে আসতে চলেছে ডেঙ্গুর টিকা
শিক্ষিকার আরও অভিযোগ, বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ, স্কুল পরিদর্শক এমনকী জেলাশাসকের কাছেও অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। মিড-ডে মিলে অনিয়ম নিয়ে সরব হওয়ায় হুমকিরও শিকার হয়েছেন তিনি।