যুদ্ধ লেগেছে ইউক্রেনে (Ukraine crisis)। তার আঁচ থেকে মুক্ত নয় বাংলাও। যুদ্ধ লাগার পরেই ইউক্রেনে (Ukraine crisis) পড়তে যাওয়া একাধিক বঙ্গসন্তানের আটকে পড়ার খবর আসছে। এই তালিকায় নবতম সংযোজন অন্ডালের পর্ণশ্রী দাস।
অন্ডালের উখড়া গ্রামের সুভাষ পাড়ার বাসিন্দা পর্ণশ্রী ডাক্তারি পড়ার জন্য ২০১৯ সালে পাড়ি দেন ইউক্রেনে (Bengal students in Ukraine)। পশ্চিম ইউক্রেনের টারনোপিল (Ternopil) শহরের কলেজে পড়েন তিনি। থাকেন কলেজ সংলগ্ন হোস্টেলে।
আরও পড়ুন: না জানিয়ে ইউক্রেন ছাড়তে ভারতীয়দের নিষেধাজ্ঞা, নিরাপত্তা পরিষদে ভোটে নেই ভারত
তাঁর বাবা বলেন, 'ক'দিন ধরে সংবাদমাধ্যমে যুদ্ধের সম্ভাবনার কথা জেনে চিন্তায় ছিলাম । তবে সত্যি সত্যি যে যুদ্ধ লেগে যাবে এটা আশা করিনি'।
যুদ্ধের খবর আসার পরেই বেশ কয়েকবার মেয়ের সঙ্গে মোবাইলে ভিডিও কলে কথা হয়েছে তাঁদের। মেয়ে যে শহরে থাকে সেখানে এখনও যুদ্ধের (Ukraine-Russia crisis) আঁচ লাগেনি বলেই বাবা-মা'কে জানিয়েছে মেয়ে। তবে পর্ণশ্রী তাঁর বাবা-মা'কে জানিয়েছেন, শুক্রবার রাতে শহরে সাইরেনের শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে ছিল । তাঁরা তাই দ্রুত হোস্টেল ছেড়ে আশ্রয় নিয়েছিলেন বাঙ্কারে। পরে জানতে পারেন মক টেস্টের জন্য সাইরেন বাজানো হয়েছিল।
দু'এক দিনের মধ্যেই ইউক্রেনের (Ukraine) পার্শ্ববর্তী পোল্যান্ড (Poland) অথবা অন্য কোন প্রতিবেশী দেশে তাদের উড়িয়ে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পর্ণশ্রী ।
আপাতত, ঘরের মেয়ে ঘরে ফিরে না আসা পর্যন্ত কিছুতেই শান্ত থাকতে পারছেন না অন্ডালে অপেক্ষারত অভিভাবকরা।