সমাবর্তনের ঠিক আগে যাদবপুরের অর্ন্তবর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউকে সরিয়ে দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার জেরে বিশ্ববিদ্যালয়ের তৈরি হয়েছে প্রশাসনিক অচলাবস্থা। জট কাটাতে বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সদস্যরা।
রাজভবন ও জুটা সূত্রের খবর, শিক্ষকদের আচার্য তথা রাজ্যপাল জানিয়েছেন, সুপ্রিম কোর্ট সার্চ কমিটি গঠন করলেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্যের সমস্যা মিটে যাবে। তার আগে বিশ্ববিদ্যালয়ের কাজ যাতে আটকে না থাকে, তা নিশ্চিত করতে আইনি পরামর্শ নেবেন তিনি। অচলাবস্থা কাটাতে দ্রুত ব্যবস্থা নেবেন বলেও জুটার প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।
Narendra Modi Fast: রাম মূর্তির 'প্রাণ প্রতিষ্ঠা', ১১ দিনের উপবাস আরম্ভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের আইনের মধ্যে থেকেই তিনি যা করার করবেন। আপাতত রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে কোর্ট বৈঠক করায় সম্মতি দিয়েছেন।
উপাচার্য সমস্যা নিয়ে এর আগে রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য সরকারের পক্ষ থেকে বুদ্ধদেব সাউকেই উপাচার্য হিসাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।