স্কুল সার্ভিস কমিশন-এর পরীক্ষার (SSC exam) দিনগুলিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে পরীক্ষার্থীদের যাতে কোনও রকম হয়রানির শিকার হতে না হয়, তা সুনিশ্চিত করতে সক্রিয় হল রাজ্য পরিবহণ দফতর (West bengal transport department)।
রাজ্যের সমস্ত বেসরকারি বাস ও মিনিবাস কর্মী এবং মালিকদের সংগঠনকে বুধবার চিঠি দিয়ে এ বিষয়ে জানিয়ে দিয়েছেন কলকাতা আঞ্চলিক পরিবহণ কর্তৃপক্ষের সচিব।সরকারি নির্দেশিকায়, বেঙ্গল বাস সিন্ডিকেট, অল বেঙ্গল বাস অ্যান্ড মিনিবাস সমন্বয় সমিতি, সিটি সাবার্বন বাস সার্ভিসেস, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বাস-মিনিবাস অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি, সকল সংগঠনের উদ্দেশে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে ১০ জুন পর্যন্ত চলা এসএসসি পরীক্ষার দিনগুলিতে গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে হবে।
Bhawanipur Murder Update: ভবানীপুরের দম্পতি খুনে নয়া তথ্য, তিনজনকে আটক করল পুলিশ
নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এবং পরীক্ষার শেষে ফেরত আনার জন্য ssc পরীক্ষা শুরুর আগে ও পরে বিভিন্ন রুটে বাসের সংখ্যা যেন পর্যাপ্ত থাকে, বাস মালিক ও কর্মচারী সংগঠনগুলিকে সে বিষয়ে নজর দিতে বলা হয়েছে।