মঙ্গলবারের সকাল । পঞ্চায়েত ভোটের জন্য বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন ভাঙড়ের ISF কর্মীরা । অফিসের সামনে পৌঁছতেই তৃণমূল কর্মীদের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ । অভিযোগ, এরই মাঝে হঠাৎই চলে গুলি । সেই সঙ্গে একের পর এক বোমার শব্দ । মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । ঝড়ল রক্ত । রাস্তায় বসে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন গুলিবিদ্ধ এক আইএসএফ কর্মী । হাতে-পায়ে ঝড়ছে রক্ত । সেই অবস্থাতেই তিনি বারবার বলে গেলেন, 'তৃণমূল করেছে । আমি আইএসএফ প্রার্থী ।'
ISF প্রার্থীদের অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁদের কর্মীদের বেধড়ক মারধর করেছে । তাঁদের বহু কর্মী গুরুতর আহত হয়েছেন । কাঁদতে কাঁদতে কাশীরানি মোল্লা নামে এক কর্মী বলছেন,"কী হারে ওরা মানুষগুলোকে মারছে । আমাদের বাধা দেবে বলে ওরা অত্যাচার করছে । কত যে মানুষ আহত হয়েছে, তার ঠিকানা নেই ।" আরেক আইএসএফ কর্মী নির্বাচন কমিশনে যাওয়ার কথা বলেছেন । তাঁদের দাবি, মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁদের সুরক্ষা দিতে হবে । এই আবেদনই তাঁরা জানাবেন নির্বাচন কমিশনারকে ।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মনোনয়নপত্র জমা দিতে ভাঙড়ের বিডিও অফিসে যাচ্ছিলেন ISF কর্মীরা। অভিযোগ, সেসময় তাদের উপর হামলা চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পালটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তারা জানিয়েছে, ISF কর্মীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড় মেলার মাঠ।