খড়গপুরের (Khagpur) শিল্পপার্কে এবার তৈরি হবে সাইকেল হাব (Cycle hub)। মঙ্গলবার মেদিনীপুরে (Midnapore) প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সম্প্রতি কেন্দ্রীয় রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যের ৭৯ শতাংশ পরিবার সাইকেলের ভরসায় জীবন যাপন করেন। যা দেশের মধ্যে সর্বোচ্চ। মূলত, বাংলাকে সাইকেলে চেপে শীর্ষে তোলার পিছনে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প সবুজসাথী (Sabujsathi)। এদিন মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, বাংলা সাইকেলের শীর্ষে, কিন্তু রাজ্যে কোনও সাইকেল তৈরির কারখানা নেই। তাই তিনি জানিয়েছেন, আগামী দিনে সাইকেল হাব তৈরি হবে খড়গপুরে। এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন রাজ্যের পাঁচ শিল্পপতিও। তাঁদের মধ্যে একজন খড়গপুরে সাইকেল হাব তৈরিতে জমি দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছেন।
ওয়াকিবহাল মহলের মতে, এই সাইকেল হাব তৈরির ঘোষণার মধ্যেই রাজ্যে কর্মসংস্থান বাড়ানো লক্ষেই জোর দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সাইকেল হাব তৈরি ঘোষণার পাশাপাশি, এবার থেকে জেলায় জেলায় কর্মসংস্থান মেলাকে আরও সুসংগঠিত করার পরামর্শও এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ, এই মেলাকে ঘিরে বিস্তর অভিযোগ উঠছে। সেই অভিযোগের হাত থেকে নিস্তার পেতেই মেলাকে কেন্দ্র করে প্রশাসনকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।
তাঁর আশা, খড়গপুরে সাইকেল হাব তৈরি হলে, অনেক কর্মসংস্থান বাড়বে। যা রাজ্যের শিল্পের ক্ষেত্রেও একটা সুস্থ চেহারা তুলে ধরবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বাংলার ৭৯ শতাংশ পরিবারে সাইকেল থাকার নেপথ্যে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সবুজ সাথী’। ওই প্রকল্পে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। ২০১৫ সালে চালু হয় এই ‘সবুজ সাথী’ প্রকল্প। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত যেমন সহজ হয়েছে তেমনই দূষণমুক্ত যানের প্রসার ঘটেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রশংসা করেছে। ২০১৫ থেকে দফায় দফায় ‘সবুথ সাথী’ প্রকল্পে এখনও পর্যন্ত এক কোটির কিছু বেশি সাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।যা প্রত্যন্ত এলাকা থেকে শহরের বহু মানুষের যাতায়াতের সমস্যার সুরাহা করেছে।