বাইক বা স্কুটারের চাবি হারিয়ে গেলে কীভাবে সেফটিপিনের সাহায্যে লক খোলা যাবে, একটি ভিডিওর মাধ্যমে তা শিখিয়েছিলেন দুই ব্লগার৷ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে বাইক ও স্কুটার চুরির চক্র কাজ করছে হাওড়া স্টেশন এবং সংলগ্ন এলাকায়। একটি বাইক চুরির তদন্তে নেমে এই চক্রের হদিশ পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 'জামতাড়া গ্যাঙের' ধাঁচে কাজ করা এই চক্রের দুই সদস্যকে। তাদের একজন নাবালক।
শিবপুরের ধর্মদাস গাঙ্গুলি লেনের বাসিন্দা রাজনকুমার বর্মা সম্প্রতি তাঁর স্কুটার চুরির অভিযোগ জানিয়েছিলেন। পুলিশকে তিনি বলেন, বাড়ির সামনে স্কুটার লক করে রাখা ছিল। কিন্তু তা সত্ত্বেও চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ ১৮ বছরের শেখ আবিদ আলি এবং এক নাবালককে গ্রেফতার করে। তাদের জেরা করেই জানা যায় চক্রের কথা।
Madhyamik 2023: শুরু হচ্ছে মাধ্যমিক, প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নিয়ম পর্ষদের
আবিদ এই চক্রের অন্যতম মাথা বলে জানিয়েছে পুলিশ৷ পাঁচলার বাসিন্দা এই টিনএজার জানিয়েছে, ব্লগারদের ভিডিও দেখে উলুবেড়িয়া এবং বাগনানে বসেছি প্রশিক্ষণের আসর৷ মাস কয়েক প্রশিক্ষণ নিয়ে অনেকেই সেফটিপিন দিয়ে বাইকের লক খুলতে পারদর্শী হয়ে ওঠে। এরপর শুরু হয় চুরির কাজ। আবিদ ট্রেনে করে সঙ্গীদের নিয়ে হাওড়া আসত। শিবপুর, ব্যাঁটরা, গোলাবাড়ি এলাকা থেকে বাইক চুরি করত। চুরি যাওয়া বাইক পৌঁছে যেত চক্রের পাণ্ডাদের কাছে। আবিদ ও তার সঙ্গীরা পেত চুরির টাকার কমিশন।
হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, দুটি বাইক ও দুটি স্কুটার উদ্ধার করা হয়েছে। আরও বাইক উদ্ধারের জন্য তল্লাশি চলছে।