বীরভূমে জখম তৃণমূল নেতার ভাই লাল্টু শেখের মৃত্যু। শনিবার রাতে মাড়গ্রামে বিস্ফোরণে (Margram Blast) জখম হন তিনি। এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। রবিবার মৃত্যু হয় তাঁর।
তৃণমূল কর্মীকে লক্ষ্য করে কে বোমা ছুঁড়ল, তা নিয়ে পরিবার ও দলের মধ্যে মতবিরোধ রয়েছে। ঘটনায় মাওবাদী যোগ থাকতে পারে বলে সন্দেহ করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যদিও পুলিশের রিপোর্ট হাতে না পেয়ে কিছু জানা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বীরভূমে বোমা বিস্ফোরণে মৃত্যু একজনের, রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার পুলিশের
উল্লেখ্য, রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রামের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখের উপর লক্ষ করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। রাতেই তদন্তে নেমে ৬ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।