শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব ঘিরে জমজমাট বেলুড় মঠ। গত ১২ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথি ছিল। প্রথা অনুযায়ী, উৎসবের পরের রবিবার ভক্তদের মিলন উৎসবের আয়োজন করা হয়। সেই মতোই রবিবার সাজো সাজো রব বেলুড় মঠে।
এই উৎসবে সাধারণ মানুষদের জন্য সারা দিনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মঠ। সেই মতোই রবিবার সকাল থেকেই বেলুড়ে ভক্তদের ভিড় রয়েছে চোখে পড়ার মতো। এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান, গান, নাটকের আয়োজন করা হয়েছে। মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। এই উৎসবে সামিল হতে পারে খুশি ভক্তরাও।
আরও পড়ুন - দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা, শুষ্ক থাকবে উত্তরবঙ্গ
১৮৯ বছর আগে এই তিথিতেই জন্ম হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের। ১২ মার্চ তাঁর জন্মতিথি উৎসব ছিল। দেশ জুড়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রামকৃষ্ণ মিশনে তাঁর জন্মোৎসব উদযাপন করা হয়।