বরাহনগর পৌরসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রচারের স্লোগান, "শীত গ্রীষ্ম বর্ষা, রামকৃষ্ণ পালই ভরসা'। বুধবার ছিল রামকৃষ্ণ বাবুর জন্মদিন। তাই প্রচারের মাঝেই হল প্রার্থীর জন্মদিন পালন। কেক কাটলেন বার্থডে বয়, খাওয়ানো হল দলের কর্মীদের।
অন্যদিকে নির্বাচনী প্রচারের মাঝে জন্মদিন পালন, কেক কাটা নিয়ে কটাক্ষ গেরুয়া শিবিরের। বিষয়টি নিয়ে কমিশনের কাছেও অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন উত্তর কলকাতা শহরতলির বিজেপির সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায়।