ট্রেকিং করতে গিয়ে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক যুবকের। জানা গিয়েছে, তাঁর নাম সুজয় দলুই। পরিবার সূত্রে খবর, ২৪ অগাস্ট তিনি বাড়ি থেকে রওনা দেন। ২৭ অগাস্ট দলের সঙ্গে উত্তরাখণ্ড ও হিমাচলের সীমানায় খিমলোগা পাসে পৌঁছন তিনি। সেদিনই পরিবারের সঙ্গে শেষবার কথা জয় সুজয়ের। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ মেলেনি বলেই জানান পরিজনরা।
মৃত সুজয় দলুইয়ের মা বিজলী দলুইয়ের কথায়, ২৭ অগাস্ট ফোনে সুজয় জানান, ৫ দিন পরে পাহাড় থেকে নেমে এসে ফোন করবেন । কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। এই আশা-আশঙ্কার মাঝেই সুজয়ের মৃত্যুর খবর পেতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর পরিবার। পরিবার সূত্রে খবর, সুজয় তারকেশ্বরের একটি দলের সঙ্গে উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়েছিলেন। অন্যদিকে তাঁর স্ত্রী-ছেলেও পুরীতে বেড়াতে গিয়েছিলেন। এই অকস্মাৎ দুর্ঘটনার খবরে তাঁরা সেখান থেকে রওনা দিয়েছেন বলেই খবর।
স্থানীয়দের কথায়, ছোট থেকেই সুজয় পাহাড় ভালবাসতেন। ভালবাসতেন ট্রেকিং। এর আগেও বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে গিয়েছেন তিনি। কিন্তু এবার আর ট্রেকিং শেষে ঘরে ফেরা হল না তাঁর। পাহাড়কে ভালবেসে সেই পাহাড়ের বুকেই হারিয়ে গেলেন আমতলার সুজয় দলুই।