ভূপতিনগরে NIA এর উপর হামলা প্রসঙ্গে, তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিয়েছিলেন , “ছদ্মবেশী বিজেপির লুঠেরারা ঢুকলেই শাঁখ বাজান, উলুধ্বনি দিন, পুলিশ না আসা পর্যন্ত ঘিরে রাখুন।” ঘটনায় দুজন তৃণমূল নেতা গ্রেফতার হন, ঘটনাস্থলে গিয়েছিল তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেখানেই এই মন্তব্য করেন কুণাল ঘোষ।
এর পাল্টা দুর্গাপুর-বর্ধমানের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “দিলীপ ঘোষকে আটকে দেখান না দম থাকলে। পাবলিক এমন মারবে না, জামা কাপড় খুলে পালাবেন। ভেবেচিন্তে কথা বলেন যেন। দিনকাল পাল্টে গিয়েছে।”
কুণালের মন্তব্যের জবাবে শাহজাহানকেও টানেন দিলীপ। তাঁর মন্তব্য, “কেমন দৌড়ানো করিয়েছিল দু’মাস আটকে রেখেও শাহজাহানকে বাঁচাতে পারেনি। আবার এখানে ওখানে শাহজাহান ঘুরে বেড়াচ্ছে হয় ইডি খুঁজবে না হলে জনতা খুঁজবে।”