বৃহস্পতিবার উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভামঞ্চ থেকেই উঠল উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার দাবি। অমিত শাহের (Amit Shah) সভামঞ্চে দাঁড়িয়েই দফায় দফায় পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলতে দেখা গেল উত্তরবঙ্গের একের পর এক বিজেপি বিধায়ককে। বিজেপির বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "উত্তরবঙ্গে এত বঞ্চনা, এত শোষণ। আর তার কারণেই, উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জন্য জনগণের মধ্যে থেকেই দাবি উঠে এসেছে।
প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের পর থেকেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলছেন বিজেপির জনপ্রতিনিধিরা।
আরও পড়ুন: শুক্রবার ভিক্টোরিয়ার অনুষ্ঠানের পর সৌরভের বাড়ি নৈশভোজে অমিত শাহ
বৃহস্পতিবার ওই মঞ্চ থেকেই কার্যত একাধিক বিজেপি বিধায়কের (BJP MLAs demanded to separate North Bengal) করা এই দাবির পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, "নিজেদের অধিকারের জন্য বারবার উত্তরবঙ্গের মানুষ দাবি করেছেন, আওয়াজ তুলেছেন। আমি আপনাদের সঙ্গে একমত"।
উত্তরবঙ্গকে আলাদা করার এই দাবির তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য কমিটির বৈঠকের পর তিনি বলেন, "ওদের কাজই ভেঙে ফেলা, আলাদা করা। হিন্দু-মুসলিম ডিভোর্স করাতে চায়। বাংলার সঙ্গে রাজবংশীদের ডিভোর্স করতে চায়।"