পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। মৃতের নাম দীপক সামন্ত। ৩৫ বছর বয়সী ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে দীপক সামন্তের খোঁজ মিলছিল না। তারপর বাড়ির ভিতরের একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল অঞ্চল সভাপতি মালিক মাইতি সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দীপককে খুন করেছে। সি বি আই তদন্তের দাবি করেছেন তাঁরা।
পরিবারের সদস্যদের আরও অভিযোগ, বিজেপি করার অপরাধে দীপককে একঘরে করে দেওয়া হয়েছিল। চাষবাস করার ক্ষেত্রেও খুব সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। তাঁর স্ত্রীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।