সিবিআই (CBI) নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করতে নারাজ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বরং রাজ্য বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি বলেছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের অত্যাচারে মৃত বিজেপি কর্মীদের বিচার দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এর আগে দিলীপ পরোক্ষে দাবি করেছিলেন, সিবিআই-এর সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের সেটিং আছে। সেই বক্তব্য খারিজ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)।
বিজেপির রাজ্যস্তরীয় সাংগঠনিক বৈঠক চলছে হেস্টিংসের দলীয় দফতরে। সেখানে দিলীপ ঘোষও রয়েছেন। সোমবার সেখানেই দিলীপ জানান, সিবিআই নিয়ে তাঁর মন্তব্যের জেরে যদি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য কমিটির কাছে রিপোর্ট চায়, তাহলে তাঁর কিছু করার নেই। দিলীপ জানান, এই বিষয়ে তাঁর যা বলার তা তিনি বলে দিয়েছেন।
Emami East Bengal : ড্র দিয়ে মরশুম শুরু ইমামি ইস্টবেঙ্গলের, ডুরান্ডের প্রথম ম্যাচে আটকে গেল লাল-হলুদ
দিলীপকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাঁর এই মন্তব্য কি বিজেপিকে কিছুটা অস্বস্তিতে ফেলল? এর জবাবে দিলীপ ঘোষ বলেন, তাঁর এই নিয়ে কোনও অস্বস্তি নেই। সিবিআই রাজ্য বিজেপির ৬০ জন কর্মী হত্যা হওয়ার পরেও একজনকেও ন্যায়বিচার দিতে পারেনি৷ ফলে সিবিআইকে নিয়ে তিনি সমালোচনা করবেনই। দিলীপ জানান, তিনি রাজনীতি করেন। কারও দায় তাঁর নেই।