বিজেপির দল বাড়ানোর জন্য অর্জুন সিংকে দলে আনা হয়েছিল। কিন্তু তিনিও পালিয়ে গেলেন। সেন্সর ইস্যু নিয়ে অর্জুন সিংয়ের কটাক্ষের জবাব বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। দলের আভ্যন্তরীন বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা নিয়ে দিলীপ ঘোষকে নির্দেশ দিয়েছিল বিজেপির হাইকম্যান্ড। সেসব তোয়াক্কা না করে নিজের অবস্থানেই অনড় দিলীপ ঘোষ।
দলীয় নেতাদের কোন্দল নিয়ে মন্তব্য করার অভিযোগে দিলীপ ঘোষকে সেন্সর করেছিল দল। সংবাদমাধ্যম বা নাগরিক মঞ্চে তাঁকে দলীয় সহকর্মীদের সম্পর্কে মন্তব্য করতে নিষেধ করা হয়। বাংলার রাজনীতি নিয়েও মন্তব্য করতে বারণ করা হয় দিলীপ ঘোষকে। এদিন ফের মন্তব্য করে তিনি জানান, নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। অর্জুন সিংকে নিয়ে তিনি জানান, "ওনাকে তো বাড়ানোর জন্য বিজেপিতে এনেছিলাম। সে দায়িত্বটা পালন করুন। ওনার সব ক্যান্ডিডেট যাদের নেতা বানালেন, তারা সব পালিয়ে গেল। শেষে উনিও পালিয়ে গেলেন।"
এদিন দিলীপ ঘোষ বলেন, "পার্টি তার প্রয়োজনে অনেক সিদ্ধান্ত নেয়। আমরা পার্টির সাধারণ কর্মী। পার্টি যা সিদ্ধান্ত নেয়, তা মেনে চলা আমার দায়িত্ব। আমি পার্টির নিয়ম শৃঙ্খলা মেনেই চলব।"