সন্দেশখালিতে সরস্বতী পুজো করার পরিকল্পনা করেছেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রথমে টাকির হোটেলে পুজো করার পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। যদিও বুধবার সন্দেশখালির ১৯টি জায়গায় নতুন করে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই পরিস্থিতিতে সন্দেশখালিতে পুজো করা কতটা সম্ভব সেনিয়ে প্রশ্ন উঠছে।
কী পরিকল্পনা সুকান্তর?
আনন্দবাজার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সন্দেশখালি যাওয়ার বিষয়ে অনড় সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, সরস্বতী প্রতিমা নিয়েই তিনি সন্দেশখালি রওনা দেবেন। এবং যেখানে তাঁকে আটকে দেওয়া হবে সেখানেই পুজো করবেন।
পুলিশ মোতায়েন
এদিকে টাকির যে হোটেলে সুকান্ত মজুমদার রয়েছেন সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। হোটেলের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সেখানে একটি পুলিশ ভ্যানও রাখা হয়েছে।
মঙ্গলবারের পরিস্থিতি
মঙ্গলবার BJP-র বসিরহাট SP অফিস অভিযান ঘিরে উত্তেজনা তৈরি হয়। একের পর এক ব্যারিকেড ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করারও অভিযোগ করেছে BJP নেতৃত্ব। মঙ্গলবারের পর বুধবারও সন্দেশখালির পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।