তৃণমূলের 'শহিদ দিবস'-কে (Sahid Diwas) এবার ‘জিহাদ দিবস’ (Jihad Diwas) বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাঁর কথায়, একুশে জুলাই বিজেপির (BJP) বিরুদ্ধে জিহাদ হবে । তৃণমূল নেত্রী রাজ্যজুড়ে সেই কর্মসূচির কথাই ঘোষণা করেছেন । মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক কর্মী সভায় যোগ দিয়ে এভাবেই আক্রমণের সুর চড়ালেন শুভেন্দু ।
বাংলার মসনদে তৃতীয়বার ক্ষমতায় আসার পর, বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্য়ে শহিদ দিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । তার প্রস্তুতিও প্রায় শেষ । এরই মাঝে ২১ জুলাই নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়লেন না শুভেন্দু (Suvendu Slams TMC)। তিনি বলেন “একুশে জুলাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মসূচি তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন, সেটা হবে জিহাদ দিবস । একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ হবে। এটা জিহাদ দিবস, শহিদ দিবস নয় । টুকরো টুকরো ছবিই সে কথাই বলছে । চারিদিকে, ডিজে বাজছে আর পাগলু ডান্স হচ্ছে ।”
আরও পড়ুন, 21 July Security: ২১ জুলাইয়ের সমাবেশে বাড়তি নিরাপত্তা, মুখ্যমন্ত্রীর জন্য বসতে পারে বিশেষ গেট
এদিকে, ২১ জুলাই বিজেপি আবার ‘উলুবেড়িয়া চলো’ কর্মসূচির ডাক দিয়েছে । কিন্তু, হাওড়া গ্রামীণ পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি । এনিয়ে, কলকাতা হাইকোর্টে মামলাও হয় । কিন্তু, শুনানিতে মঙ্গলবার বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ প্রশ্ন করে, “২১ জুলাই কেন এই সভা করতে হবে? এ তো রবীন্দ্রজয়ন্তী নয়, যে দিনের দিনই করতে হবে।” এদিন, এই নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু । তিনি জানিয়েছেন, আদালত যা নির্দেশ দেবে, দল সেই নির্দেশ মানবে। যদিও, শেষে তিনি মনে করিয়ে দেন, 'চিরদিন তো আর তৃণমূল ক্ষমতায় থাকবে না । '