মণিপুর নিয়ে সরগরম সারা দেশ। অন্যদিকে ইতিমধ্যে রাজস্থান, বিহার ও পশ্চিবঙ্গের নারী নির্যাতনের অভিযোগ তুলেছে বিজেপি। এই আবহে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মন্ত্রীসভার বৈঠক বসেছিল। সূত্রের খবর সেখানে প্রত্যেক মন্ত্রীকে সতর্ক থাকতে বলা হয়েছে। যদিও কোনও বিশেষ জায়গার কথা উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সামনেই একাধিক উৎসব। তাই কোনও ফেক ভিডিও ছেড়ে অশান্তি পাকাতে পারে বিজেপি। তাই আগেভাগেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আগেও অনেকবার হিংসার ঘটনা ঘটেছে রাজ্যে। সেসময় একাধিক ফেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী, সাংবাদিক সম্মেলনেও একাধিকবার এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
বারবার বিজেপির বিরুদ্ধে ফেক ভিডিও শেয়ার এবং অশান্তি পাকানোর অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পুরনো ঘটনা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার জন্যই সতর্ক করেছেন তিনি।