পঞ্চায়েত নির্বাচনের জন্য় দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরে।
শুক্রবার সকাল ১০টা থেকে কোতুলপুর BDO অফিসে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। সেই মতো BJP প্রার্থীদের সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন হরকালী প্রতিহার। কিন্তু BDO অফিসে মনোনয়নপত্র না পৌঁছনোয় বেরিয়ে আসেন তিনি। অভিযোগ, সেসময় কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে। ওঠে চোর স্লোগানও। তাঁর গাড়ি লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ।
এদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ তুলেছেন হরকালী প্রতিহার। তিনি জানিয়েছেন, পুরো ঘটনার জন্য পরিকল্পিতভাবে জমায়েত করে অশান্তি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস।
যদিও তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে এলাকার উন্নয়নে কোনও কাজ করেননি হরকালী প্রতিহার। তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি।