রাষ্ট্রপতিকে নিয়ে অখিল-মন্তব্যের আঁচ এসে লাগল রাজ্য বিধানসভাতেও। সোমবার বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপির পরিষদীয় দল। পাশাপাশি রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে অপসারণের দাবিতেও সোচ্চার হয় গেরুয়া শিবির। উল্লেখ্য, এদিন আদিবাসীদের বিশেষ পাঞ্চি উত্তরীয় এবং দ্রৌপদী মুর্মুর স্টিকার পরে বিধানসভায় যান বিজেপি বিধায়করা।
বেলা ১২টা নাগাদ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভায় স্লোগান দিতে শুরু করেন। তবে তৃণমূলের মহিলা বিধায়করা তাঁদের এই কাজে আপত্তি জানায়। এরপরেই মুলতুবি প্রস্তাব জমা দিয়ে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন- Hooghly News: পঞ্চায়েত ভোটের আগে হুগলিতে বোমাতঙ্ক, ব্যাণ্ডেলের স্কুল মাঠে মিলল ৩টি তাজা বোমা
আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, তাঁদের 'গর্ব' রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করায় তাঁরা বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন।যদিও এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।