আরও একবার প্রকাশ্যে বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব। এবার গেরুয়া শিবিরর সমস্ত হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন কেন্দ্রীয় জাহাজ দফতরের প্রতিমন্ত্রী তথা মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। এই প্রসঙ্গে তিনি বলেছেন, " আমি গ্রুপ ছেড়েছি কারণ, বিজেপির যারা নেতারা আছেন, তাঁদের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোটের প্রয়োজন নেই। মন্ত্রীত্ব ছাড়ব কিনা, পরে জানাব"।
দলের রাজ্য কমিটিতে মতুয়া সম্প্রদায়ের (Matua community) যথেষ্ট প্রতিনিধিত্ব না রাখার প্রতিবাদে কয়েকদিন আগেই বিজেপি-র হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন বিধায়ক (West Bengal BJP)৷ বিষয়টি নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও কথা বলেছিলেন শান্তনু ঠাকুর৷ তার পরেও সাংসদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ায় শান্তনুর ক্ষোভ প্রশমন হয়নি বলেই মনে করা হচ্ছে৷
মতুয়া ঠাকুরবাড়ির প্রতিনিধিরা জানিয়েছেন তাঁরা আশা করেছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মতুয়াদের মধ্যে থেকে কাউকে বসানো হবে।শান্তনু দলের কাছে সেই দাবি জানিয়েও ছিলেন। কিন্তু তারপরেও সভাপতি পরিবর্তন না হওয়ায় ক্ষুব্ধ মতুয়ারা।