২৯ নভেম্বর, বঙ্গ বিজেপির জন্য বড় দিন। এদিন রাজ্য বিজেপির ধর্মতলার সভায় বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পোডিয়ামে উঠতে উঠতে বেলা ২ টো, কিন্তু তার আগেও রয়েছে ঠাসা কর্মসূচি। সূত্র মারফত জানা গিয়েছে, সকাল ১০টা থেকেই শুরু হয়ে যাবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে রুদ্রনীলের কবিতা থেকে কবিয়াল বিধায়ক অসীম সরকারের গান সবই থাকবে। একে একে তারপর বক্তব্য রাখবেন রাজ্যের বিজেপি নেতারা। অনুষ্ঠানের আগে, মঙ্গলবার রাত্রে প্রস্তুতি দেখতে ধর্মতলায় হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
History on 29th November: আজকের দিনেই জঙ্গিমুক্ত হয়েছিল তাজ হোটেল, জানুন ২৯ নভেম্বরের ইতিহাস
সভা শেষ করবেন অমিত শাহ। আর শুরু করবেন বিজেপির শালতোড়ার তফসিলি বিধায়ক চন্দনা বাউড়ি। দল চাইছে বিজেপির এই সভায় দলের সব ক্ষেত্রের সাংসদ, বিধায়ক, নেতারাই নিজেদের বেঁধে দেওয়া সময়ে যেন বলার সুযোগটুকু পান। বক্তার তালিকায় রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।