পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণ। মৃত্যু এক জনের। গুরুতর জখম হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকায়। এর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম মেজবুল শেখ।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নওদায় একটি মাঠে বোমা বাঁধার কাজ করছিলেন চারজন। অসাবধানতায় বোমা ফেটে যায়। ঝখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কী কারণে রাতে বোমা বাঁধা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।