আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা। কিন্তু পড়াশোনা না করে সারাদিন মোবাইলে মত্ত মেয়ে। তার জেরেই কাজে বেরোনোর আগে মেয়েকে বকুনি দিয়েছিলেন মা। অভিযোগ, সেই অভিমানেই গলায় দড়ি দেয় মেয়ে। বৃহস্পতিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুর থানার(Naredrapur Police Station) রাজপুর-সোনারপুর পুরসভার(Sonarpur Murder News) ৩৫ নম্বর ওয়ার্ডের মালিপাড়ায়। মৃত ছাত্রীর নাম পল্লবী মণ্ডল বলেই খবর। শুক্রবার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ।
পরিবার সূত্রে খবর, চলতি মাসের ২৪ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Pariksha 2023)। কিন্তু এই শেষ সময়েও সারাক্ষণ মোবাইলে মেতে থাকত মেয়ে। বৃহস্পতিবার তা নিয়ে সামান্য বকাবকিও করেন মা দেবযানী মণ্ডল। এরপর বিকেলে গৃহশিক্ষক এলেও পড়তে বসেনি ওই ছাত্রী। এরপর রাতেই গলায় দড়ি(Narendrapur Suicide Case) দেয় ওই স্কুলছাত্রী।
আরও পড়ুন- Ration Card New Rules: চলতি মাস থেকেই রেশন কার্ডে বড় বদল রাজ্যে, মিলতে পারে বাড়তি খাদ্যসামগ্রী?