বগটুইকাণ্ডের (Bogtui case) মূল অভিযুক্ত লালন শেখের (Lalan Seikh) মৃত্যু নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র দিকেই অভিযোগের আঙুল তুলল তাঁর পরিবার। পরিবারের অভিযোগ, লালনকে খুন করা হয়েছে।
সোমবার লালনের মৃত্যুর (Lalan Death) খবর পেয়ে তাঁর পরিবারের লোকজনেরা রামপুরহাট মেডিক্যাল কলেজে ভিড় করেন। সেখান থেকেই লালনের স্ত্রীর অভিযোগ, সিবিআই ঘুষ খেয়েছে। আর সিবিআই তাঁর স্বামীকে মেরেছে।
এই মাসের গোড়ায় বগটুইয়ের ঘটনার মূল অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করা হয়েছিল। ঝাড়খণ্ডের পাকুড় থেকে তাকে গ্রেফতার করেছিল সিবিআই। গত চার ডিসেম্বর তাকে তোলা হয় রামপুরহাটের বিশেষ আদালতে। তারপর থেকে সিবিআই হেফাজতেই ছিল তৃণমূলের এই জেলার নেতা।
আরও পড়ুন - সিবিআই হেফাজতে বগটুইয়ের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু