দিনের বেলা ব্যস্ত রাস্তায় ফাটল বোমা। শনিবার বারাকপুরে (Barrackpore Bomb Blast) ঘটনাটি ঘটেছে। এর জেরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
বোমা ফাটার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেটিয়া থানার হালিশহর এলাকায়। সেখানে কিছু দিন ধরে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেস সম্প্রসারণের কাজ চলছে। এই কাজের জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে রাস্তার দুই ধারে ফেলা হচ্ছে। এদিন রাস্তার ধারে সেই স্তূপীকৃত মাটির মধ্যে থাকা একটি বোমা ফাটে।
Rahara Blast Update: রহড়া বিস্ফোরণকাণ্ডে মৃতের পরিবারকে হুমকির অভিযোগ, কাঠগড়ায় পুলিশ-প্রশাসন
ঘটনার সময় সেখানে কাজ করছিলেন শ্রমিকরা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে কারও কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রাস্তার ধারে পড়ে থাকা মাটির স্তূপে কীভাবে বোমা এল, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই এলাকায় রাস্তার ধারে আর কোনও বোমা পড়ে রয়েছে কিনা তা তল্লাশি করে দেখা হচ্ছে। এই ঘটনায় শ্রমিকদের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।