শিয়রে পঞ্চায়েত নির্বাচন। বিজেপির প্রার্থীর বাড়ির সামনে পাওয়া গেল আলতা মাখানো সাদা থান, রজনীগন্ধার মালা ও তিনটি তাজা বোমা। ঘটনাটি ঘটেছে বনগাঁর ঘাটবাত্তর এলাকায়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলই তাঁদের আটকাতে 'ঠান্ডা হুমকি' দিচ্ছে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃণমূল ব্লক যুব সভাপতি আনিসুর মণ্ডল কটাক্ষ করেছেন, এটা বিজেপিরই চক্রান্ত। জিতবে না, সেটা জেনে গিয়েছে। মানুষের ভোট পাওয়ার জন্য নিজেদের বাড়িতে বোমা রেখে প্রচার করছে।
চলতি পঞ্চায়েত ভোটে অনেক এলাকায় সাদা থান রেখে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ এসেছে। শাসক দল তৃণমূল বিরোধীদের 'ঠান্ডা হুমকি' দিতেই এই কৌশল করছে বলে অভিযোগ বিজেপির।