শিলিগুড়িতে নাবালিকাকে খুনের অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ । তারপর সোমবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ । উল্লেখ্য, সোমবারই জঙ্গলের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই নাবালিকার থেঁতলানো দেহ উদ্ধার হয় । শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার ঘটনা ।
স্থানীয় সূত্রে খবর, যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে মানুষজন খুব একটা যান না । কিন্তু, সোমবার বিকেলে ওই এলাকে থেকে হঠাৎই একটি মেয়ের চিৎকার শুনতে পান স্থানীয়রা । এরপরই সেখানে যান স্থানীয়রা । সেখানে একটি মেয়েকে পড়ে থাকতে দেখেন । তার পরনে ছিল স্কুল ড্রেস । থেঁতলানো মাথা ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রীকে যখন উদ্ধার করা হয়, তার দেহের পাশেই পড়েছিল স্কুল ব্যাগটি। একটি ইটও রাখা ছিল । প্রাথমিক অনুমান, ইট দিয়ে মেরে ওই নাবালিকার মাথা থেঁতলে দেওয়া হয়েছে।দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয় ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে এক স্কুল ছাত্রের সঙ্গে তাকে শেষবার দেখা গিয়েছিল । এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন পুলিশ । শনাক্ত করা হয় ওই অভিযুক্তকে । রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ । কী কারণে 'খুন', তা এখনও জানা যায়নি । জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।