নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ফের পাচারকারীদের দৌরাত্ম্য রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। এই ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সীমান্ত লাগোয়া কৃষ্ণগঞ্জ থানা। যদিও তাদের পরিচয় এখনও জানা যায়নি।
বিএসএফ জানিয়েছে, শীতের রাতের সুবিধা নিতেই কাঁটাতারের সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল এই দুই যুবক। গোবিন্দপুরে তাদের প্রথমে রোখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু জওয়ানের কোনও কথায় তারা পাত্তা দেয়নি বলে অভিযোগ। পাল্টা গুলিও চালায় বলে বিএসএফের দাবি। জবাবি গুলিতে দু জনের মৃত্যু হয়।
পুলিশই শেষে পাচারকারীর মৃতদেহ নিয়ে যায় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় আরও কেউ যুক্ত কীনা, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।