১২ ঘণ্টা কেটে গেলেও এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত থেকে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড নজরে রেখেছেন তাঁকে।
জানা গিয়েছে, শ্বাসকষ্টের পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা খুবই বেড়েছে। এবং সেকারণে বেশি করে চিন্তিত চিকিৎসকরা। যদিও অক্সিজেনের মাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। রবিবার সকাল ৯টা নাগাদ মেডিক্যাল বোর্ডের সদস্যদের বৈঠক রয়েছে খবর।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, বুধবার নিউমোনিয়ায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার থেকে পাম অ্য়াভিনিউয়ের বাড়িতেই স্যালাইন দেওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু শনিবার হঠাৎ করে শারীরিক পরিস্থিতির অবনতি হয়। সেকারণে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে অল্প কিছু খাওয়াদাওয়া করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপরেই হঠাৎ করেই শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। খবর দেওয়া হয় হাসপাতালে। সেখান থেকেই অ্য়াম্বুলেন্সে করে সরাসরি আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Read More- ভেন্টিলেশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
এদিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।