মহেশতলায় বাজি কারখানার বিস্ফোরণের তদন্তে নেমে ২০ হাজার কেজিরও বেশি বাজি উদ্ধার করে বাজেয়াপ্ত করল পুলিশ! ঘটনায় এলাকা থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে তাঁদের।
রবিবার সন্ধ্যার বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা জুড়েই পুলিশের তল্লাশি চলছে। নুঙ্গি, বজবজ, মহেশতলা এলাকার বেশ কয়েকটি দোকান ভেঙে পুলিশ নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। রবিবারের বিস্ফোরণের ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন পুলিশি অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বাজি সংগঠনের নেতা কানাই দাসের দাবি, অসাবধানতাবশত এই দুর্ঘটনা। ছাদের মধ্যে বাজি রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই, এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।