বজবজে (Budge Budge) জোড়ো খুনের (Double Murder) অভিযোগ। রাস্তা থেকে উদ্ধার দুই বন্ধুর গলার নলি কাটা দেহ। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। খুনের ঘটনায় নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের (TMC) বুথ সভাপতি অসীম বৈদ্যর। অনুমান পুরানো শত্রুতার জেরেই এই খুন। ইতিমধ্যে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে। অভিযুক্তদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটছে শুক্রবার রাতে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই রাতে পান খেতে বেরিয়েছিলেন দুই বন্ধু মহাদেব পুরকায়স্থ ও গণেশ নস্কর। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় দাদার খোঁজ শুরু করেন মাধব পুরকাইতের ভাই। রাস্তায় বেরতেই তিনি দেখেন ধারাল অস্ত্র হাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন কয়েকজন। এরপরই উদ্ধার হয় দুই বন্ধুর গলার নলিকাটা দেহ।
আরও পড়ুন - চলছে মেট্রো স্টেশনের কাজ, রবিবার থেকে বন্ধ রাস্তা, কোন রুটে যাবেন সল্টলেক ?
মাধবের ভাইয়ের কথায়, তিনি দাদার রক্তাক্ত দেহ দেখতে পাওয়ার পরেই অভিযুক্তরা তাঁকে তাড়া করেন। এরপর তিনি পরিবারের সবাইকে ঘটনাটি জানিয়েই থানায় চলে যান। এরপর পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুজনের দেহ উদ্ধার করে খড়িবেরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুই বন্ধুকেই মৃত বলে ঘোষণা করেন।