রানাঘাট, রানীগঞ্জ, পুরুলিয়ার পর এবার বজবজের সোনার দোকানে ডাকাতি। শুক্রবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানার বুইতা গ্রাম পঞ্চায়েতের মিঠাপুকুর এলাকায়।
জানা গিয়েছে, পৌনে একটা নাগান সূর্য জুয়েলার্স নামে ওই সোনার দোকানে দুটি বাইকে তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকান আসে। এরপর দোকানের মালিককে গয়না দেখানোর কথা বলে। অভিযোগ, এরই মধ্যে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিন ব্যক্তিই মুখে কালো কাপড় এবং মাথায় হেলমেট পরা অবস্থায় ছিল।
পালাবার সময় দোকান মালিক চেঁচালেও রাস্তাঘাটে লোকজন কম থাকায়, বিনা বাধাতেই তিন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।